শরীয়তপুর ভেদরগঞ্জে উপজেলার সাদীপুরে নিখোঁজের দুইদিন পর তায়েবা নামের এক শিশুর মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় মরদেহটির সন্ধান পাওয়া যায়। এর আগে বুধবার থেকে শিশুটি নিখোঁজ ছিলো। তায়েবা(৬) ওই এলাকার টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারীতে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তায়েবা বুধবার বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং পরবর্তীতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং ও পোস্টারি শুরু করেন। তবে এরপরেও নিখোঁজ তায়েবার সন্ধান মেলে না। শুক্রবার সকাল থেকে পুনরায় এলাকাজুড়ে তল্লাশি শুরু করেন স্বজন ও স্থানীয়রা। এরপর বাড়ির অদূরে মেসবাহউদ্দীন মোল্লার বাসার সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখলে সন্দেহ হয় তাদের। পরে সেখানে তায়েবার মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। সখিপুর থানায় দায়ের করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। পরিবারের ধারণা তাকে মেরে হত্যা করে সেফটি ট্যাংকের মধ্যে ফেলা হয়েছে।এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, শিশুটির নিখোঁজের পর আমরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। দুপুরে খবর পেয়েছি বাড়ির অদূরে একটি সেফটিক ট্যাংকের ভেতর তার মরদেহ পাওয়া গিয়েছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়না তদন্ত র করার জন্য শরীয়তকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম