মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। স্থানীয় সময় বুধবার রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি করেছেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওবার্তা পোস্ট করে আখতার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এয়ারপোর্টে হামলার পর আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাক্সক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তার পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের কাছের থানায় গিয়েছি। যারা সেদিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল, হুমকি দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।’
আখতার হোসেন, ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতারা সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর তাঁদের ওপর হামলা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ভিডিওবার্তায় আখতার বলেন, ‘মার্কিন পুলিশকে আমরা অবহিত করেছি যে যারা এ ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন, তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে।’
‘জাতিসংঘের রিপোর্টের ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা দেশে হোক, দেশের বাইরে যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগত প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা এ কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা যত ধরনের অপরাধ করেছে, সে অপরাধগুলো আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না,’ বলেন তিনি।
জাতিসংঘের সামনে আজ পাল্টাপাল্টি : বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় বাইরে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালনের কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অপরদিকে বিএনপির পক্ষ থেকেও এ সময় জাতিসংঘের সামনে শান্তি সমাবেশের পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফলে এনিয়ে কমিউনিটিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আসা বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বিএনপি মহাসচিবসহ এনসিপির নেতারা জেএফকে এয়ারপোর্টে আওয়ামী লীগের প্রতিরোধে পড়ে নাজেহাল হয়েছেন। এনিয়ে মামলার পর যুবলীগের কর্মী মিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সামনে একই স্থানে পরস্পরবিরোধী কর্মসূচি দেওয়া হয়েছে।
গতকাল আওয়ামী লীগকে প্রতিহত করার প্রস্তুতি র্যালিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। অপরদিকে গ্র্যান্ড হায়াত হোটেল এবং জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের পৃথক দুটি র্যালিতে বক্তব্য রাখেন ড. সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, মাসুদুল হাসান, মোর্শেদা জামান, ইমদাদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চল, জুয়েল আহমেদ, জাহিদ খন্দকার, ইউসুফ আলী পিন্টু প্রমুখ।