এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে তাসকিন-মুস্তাফিজদের তোপের মুখে দেড়শর আগেই থেমেছে পাকিস্তান। বৃহস্পতিবার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে সালমান আগার দল। বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে করতে হবে ১৩৬ রান।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে সুফল হাতেনাতেই পেতে শুরু করে টাইগাররা। প্রথম দুই ওভারেই পরিবর্তিত দুই বোলার তাসকিন এবং শেখ মেহেদী হাসান চেপে ধরে পাকিস্তান দলকে। ফিরিয়ে দেন দুই টপ অর্ডার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবকে।
প্রথম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলতে গিয়েই রিশাদ হোসেনের হাতে ক্যাচে পরিণত হন সাহিবজাদা ফারহান। ৪ বলে ৪ রান করেন তিনি। পরের ওভারে আবারও রিশাদ হোসেন। ক্যাচ ধরলেন তিনি সাইম আইয়ুবের। শেখ মেহেদীর বলে মিডঅফে দাঁড়ানো রিশাদের হাতে ক্যাচ তুলে দিলেন সাইম। শূন্য রানে আউট হলেন তিনি। এবারের এশিয়া কাপে এ নিয়ে চার ম্যাচে ডাক মারলেন সাইম আইয়ুব।
এরপর রিশাদের বলে তানজিম হাসান সাকিবের হাতে তালুবন্দী হয়ে বিদায় নেন ফখর জামান। ফখর আউট হওয়ার আগে ২০ বলে ১৩ রান করেন। এরপর আবারও রিশাদের উইকেট। এবার ফিরালেন হোসেইন তালাদকে। তালাদ আউট হওয়ার আগে ৭ বলে ৩ রান করেন।
পরে পাকিস্তান অধিনায়ক সালমান আগা কিছুটা বিপজ্জনক হয়ে উঠছিলেন। কিন্তু মুস্তাফিজের বলে ২৩ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপরই শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ হারিস মিলে হাল ধরার চেষ্টা করেন। ১৩ বলে ১৯ রান করে আউট হন শাহিন আফ্রিদি। ২৩ বলে ৩১ রান করেন মোহাম্মদ হারিস। ১৫ বলে ২৫ রান করে আউট হন মোহাম্মদ নওয়াজ। ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ।
তাসকিন আহমেদ ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন। একটি নেন মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই