পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ভারত ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ তামিম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান। আজও থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক/উইকেটকিপার), শেখ মাহেদি, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই