‘মোগো একসময় সবই ছিল। এখন মোরা পথের ভিখারি হয়ে গেছি। মোগো কৃষিজমি-বসতবাড়িসহ সবকিছুই নদীর পেটে। শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি। এক রাতেই চোখের সামনে নদী ভাঙনে সব বিলীন হয়ে গেছে। মোগো এখন পরের জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে থাকতে হচ্ছে। যাওয়ার কোনো জায়গা নেই। স্বামীর কবর পর্যন্ত রাক্ষুসে আড়িয়াল কেড়ে নিয়ে গেছে। আমাগো নদী ভাঙনের হাত থেকে আপনারা বাঁচান। মোগো পাশের বাড়ির লোকজন আতঙ্কে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের বাড়িঘরও নদীর পেটে চলে যাবে।’ নদের ভাঙনে নিঃস্ব হয়ে এমন আকুতি জানালেন মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার নতুন চর দৌলত খাঁ গ্রামের নদের পারের ৬৫ বছর বয়সি বৃদ্ধা ময়না বেগম। তাঁর মতো সবকিছু হারিয়ে আহাজারি করেন আরও শত শত মানুষ। তাঁরা বসতবাড়ি খুইয়ে দিশাহারা। সরেজমিন দেখা গেছে, নতুন চর দৌলত খাঁ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ। তিন মাসে আড়িয়াল খাঁর তা বে গ্রামের কালাম খাঁ, আবদুর রব বেপারী, নুরুল ইসলাম, শাজাহান বেপারী, মাসুদ বেপারী, রিপন বেপারী, শিপন বেপারী, বাবুল বেপারী, সেলিম বেপারী, সাইম বেপারী, হুমায়ন বেপারী, মোতালেব হোসেন, সিদ্দিক, লিপি, রেণু বেগম, হুগলি বেগম, মহর কাজী, শেফালীসহ শতাধিক পরিবারের ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙন হুমকিতে রয়েছে নতুন চর দৌলত খাঁ গ্রামের পাকা সড়ক, খানবাড়ি মাদরাসা, ৪৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চর দৌলত খাঁ জামে মসজিদ, নতুন চর দৌলত খাঁ প্রাথমিক বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে দিদার সরদার, ফারুক সরদার, মহাসিন সরদার, নেয়ামুল কাজীর বসতবাড়ি, কুলসুম বেগম, সালেহা খানম, সৌরদ্দী হোসেন, রুবেলসহ অর্ধশতাধিক পরিবার। এ নদের ভাঙন থেকে রক্ষা পেতে সম্প্রতি নতুন চর দৌলত খাঁ গ্রামবাসী আড়িয়াল খাঁর পারে মানববন্ধনও করেছেন। ক্ষতিগ্রস্তরা আড়িয়াল খাঁর ভাঙন রোধে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁরা ভাঙনকবলিত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সিডিখান এলাকার বাসিন্দা নেয়ামুল কাজী জানান, ‘নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনেকবার বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন, ‘ভাঙন রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও সাইফ উল আরেফিন বলেন, ‘নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের শিগগিরই সহযোগিতা করা হবে।’
শিরোনাম
- লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামার চিকিৎসক উমর নবি?
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
আড়িয়াল খাঁর ভাঙন নিঃস্ব শতাধিক পরিবার
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর