চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে এক নারীসহ তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সোমবার দুটি এবং গতকাল একজনের লাশ পাওয়া যায়। জানা যায়, গতকাল সকালে হাটহাজারীর ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরের পশ্চিমে একটি সেতুর নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৬০ বছর। হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, গতকাল একটি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার হাটহাজারী পৌরসভার আলমপুর থেকে আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাত ব্যক্তি এবং উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ।