সুনামগঞ্জের দোয়ারাবাজারে তরুণীকে ধর্ষণের পর হত্যা মামলায় লিটন আহম্মদ (২০) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ গতকাল এ রায় দেন। লিটন সুনামগঞ্জ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের খলিল আহমদের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বাদী ফরিদ আহমদ ২০২৪ সালে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।