কুষ্টিয়ার পৌর বাজারে গতকাল অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জেলি মেশানো চিংড়ি মাছ বিক্রির দায়ে পাঁচজনকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে অভিযানে ছিলেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশ। মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান ও মনোয়ার মাছের দোকানকে জরিমানা করা হয়েছে ২ হাজার টাকা করে।