কুষ্টিয়ার কুমারখালীতে দোকান চুরি সন্দেহে দুই কিশোরকে রাতভর নির্যাতনের ঘটনায় হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার রাতে নির্যাতনের শিকার এক কিশোরের মা দোকান মালিক আজাদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪-৫ জনকে। দোকান মালিকের ভাই হাসানকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান থানার ওসি খন্দকার জিয়াউর রহমান। গ্রেপ্তার হাসান উপজেলার তারাপুর বাজার এলাকার শাজাহান আলীর ছেলে। মারধরের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।