এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে আজ (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। যদিও টুর্নামেন্টের ফরম্যাটে সরাসরি কোনো সেমিফাইনাল নেই, তবে পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী এই ম্যাচই হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। কারণ, আজকের ম্যাচে যারা জিতবে তারাই উঠবে ফাইনালে।
এই বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। ইনজুরি, ফর্ম ও কন্ডিশনসব বিবেচনায় কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ?
দলের ওপেনিং নিয়ে ছিল ধোঁয়াশা। তবে শেষ খবর অনুযায়ী ইনজুরি কাটিয়ে লিটন দাস একাদশে ফিরতে পারেন। ফলে ওপেনিংয়ে তাঁকে দেখা যেতে পারে ফর্মে থাকা সাইফ হাসানের সঙ্গে। সাইফ ভারতের বিপক্ষে ফিফটি করে নিজেকে প্রমাণ করেছেন।
তবে লিটন শেষ পর্যন্ত না খেললে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ ও পারভেজ হোসেন জুটিকে। গতকাল ভারতের বিপক্ষে পারভেজ দেখিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝলক।
টানা ব্যর্থতায় তানজিদ হাসান দলে জায়গা হারাতে পারেন, তবে লিটনের খেলা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি বিবেচনায় থাকছেন।
চারে থাকবেন তাওহিদ হৃদয়। তিনি এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। পাঁচে শামীম হোসেন ও ছয়ে জাকের আলী খেললেও, এই দুই পজিশনে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট।
জাকের এখনো কোনো ছক্কা মারতে পারেননি এই এশিয়া কাপে, আর শামীম ফিরেছেন শূন্য রানে। তাই আজ সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে তাঁর ৬ বলে ১২ রানের ইনিংস এখনো বিবেচনায় আছে।
পাকিস্তান দলে পাঁচজন বাঁহাতি ব্যাটার থাকায় স্পিনার হিসেবে আজ সুযোগ পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচে খেলা নাসুম আহমেদের জায়গায় তাঁকে দলে নেওয়া হতে পারে।
সাথে থাকবেন রিশাদ হোসেন, তিনি লেগস্পিনে ধারাবাহিকভাবে কার্যকরী ভূমিকা রাখছেন।
মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিশ্চিতভাবে খেলবেন। তাদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। গত ম্যাচে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ (পাকিস্তান ম্যাচ)
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন/তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন/নুরুল হাসান, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
বিডি প্রতিদিন/মুসা