জামায়াতের পর শাটডাউন স্থগিত করেছে বিএনপিপন্থী শিক্ষকরা। অভিযুক্তদের বিচার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আবারও শাটডাউনের হুঁশিয়ার দেন তারা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কর্মসূচি প্রত্যাহার করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. আব্দুল আলিম।
তিনি বলেন, ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ মিলিত হোন। সভায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুতবিচার নিশ্চিতে আশ্বস্ত করেন উপাচার্য। তাই চলমান শাটডাউন স্থগিত করা হয়েছে। অভিযুক্তদের বিচার ও ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আবারও শাটডাউন ঘোষণা করা হবে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানিক সুবিধার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষক ও কর্মকর্তারা। পরদিন এ সুবিধার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
২০ সেপ্টেম্বর শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি হয়। আন্দোলনের মুখে এ সুবিধা স্থগিত করে প্রশাসন। তবে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষক-কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আরাফাত