দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে নুরবানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আলীহাট ইউনিয়নের পালশা (পাঠানপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নুরবানুর ছেলে ওয়াজেদ মায়ের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় বিকেলে বাগবিতণ্ডার এক পর্যায়ে তিনি মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে বগুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়। বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ছেলে আবদুল ওয়াজেদ (২৩)কে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওয়াজেদ মানসিক ভারসাম্যহীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ