ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে ভারতের আমুদিয়া ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাদের সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন তলুইগাছা বিজিবি ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা, খুলনা ও গাইবান্ধার ৩টি পরিবার। তাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। পরে বিজিবি আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ তাদের আটক করেছিল। পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বুধবার রাতে বিজিবি ১৫ বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।