নওগাঁয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অধিগ্রহণকৃত জমির মালিকদের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জমির মালিকদের হাতে চেক তুলে দেন।
এদিন রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে ৫২ শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক দেওয়া হয় ধ্রুব কুমার পালসহ দুইজনকে। মান্দা উপজেলার বিলশ্রীকলা ও নিয়ামতপুর উপজেলার অমরসিংহ মৌজায় শিব নদীর উপর সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য মনোরঞ্জন সরকারের হাতে চেক দেওয়া হয়।
এছাড়া নওগাঁ সড়ক বিভাগের তিনটি আঞ্চলিক ও তিনটি মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক পান আল মামুন, আ. রহমান ও আব্দুল হাকিম মণ্ডল।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের দপ্তরে এলে প্রক্রিয়া শেষে মালিকদের হাতে দেওয়া হয়। তবে এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। তিনি বলেন, বিলম্ব নিয়ে ভিত্তিহীন অভিযোগ করা শোভনীয় নয় এবং কর্মকর্তাদের জন্য কষ্টকর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ