সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে এক দালালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তানভীর হোসেন উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। এসময় হাসপাতালের টিকিট কাউন্টারে অনিয়ম পাওয়ায় স্টাফ আলী আমজাদকেও দুই শত টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার মির্জারগাঁও গ্রামের তছির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে ইউএনও সুনন্দা রায় জানান, রোগীদের সেবা গ্রহণে বাধা দেওয়ার দায়ে একজনকে কারাদণ্ড ও এক স্টাফকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের নোংরা পরিবেশ দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ