সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার (টমটমের) চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় চার্জিং সেন্টারগুলোর বৈদ্যুতিক মিটারও খুলে নেওয়া হয়।
প্রশাসন সূত্র জানায়, সিলেটে পুলিশের ধরপাকড় শিথিল হওয়ায় গেল প্রায় এক বছরে সিলেটের সড়কে বেড়ে যায় ব্যাটারিচালিত রিকশা। আগে যেসব রিকশা পাড়া-মহল্লার ভেতরে চলাচল করতো, সেগুলোও উঠে আসে রাজপথে। ফলে নগরীতে যানজট বেড়ে যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর ব্যস্ততম সড়কগুলোতে যানজট লেগেই থাকে। এই অবস্থায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও অটোরিকশা (টমটম) চলাচল বন্ধে গত সোমবার থেকে অভিযানে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত তিন ধরে চলছে এ অভিযান।
অভিযানের ফলে সিলেটের প্রধান সড়কগুলো থেকে উধাও হয়ে গেছে অবৈধ রিকশা। গতকাল থেকে পুলিশ ও র্যাব এসব অবৈধ রিকশার চার্জিং স্টেশনগুলোতে অভিযান শুরু করে। অন্তত ৩৮টি চার্জিং স্টেশনে অভিযান চালিয়ে মিটার জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই