ভারতের ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে আত্মসমর্পণ করেছে ৭১ জন মাওবাদী। পুলিশ জানিয়েছে, বুধবার আত্মসমর্পণকারীদের মধ্যে ২১ নারীও রয়েছেন। এর মধ্যে ৩০ জনের মাথার মোট দাম ছিল ৬৪ লাখ রুপি।
দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রায় জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে দুই নাবালিকা এবং এক নাবালক রয়েছে। রয়েছেন ভারতে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র নেতা বামন মডকাম এবং মানকি ওরফে সামিলা মান্ডভী। এদের প্রত্যেকের নামে ৮ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করা ছিল। শামিলা ওরফে সোমলি কাওয়াসি, গাঙ্গি ওরফে রোহনি বারসে, দেবে ওরফে কবিতা মাডভী এবং সন্তোষ মান্ডাভীর মাথার দাম ছিল ৫ লাখ রুপি করে।
বস্তার ডিভিশনে পুলিশ ও সরকারের তরফে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের জন্য ‘লোন ভারাতু’ এবং ‘পুনা মারগেম’ কর্মসূচি চালু করার ফলেও ধারাবাহিক ভাবে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন গৌরব। তিনি জানান, যাঁরা আত্মসমর্পণ করেছেন তারা রাজ্য সরকারের ‘নিয়াদ নেল্লানার’ (তোমার ভাল গ্রাম) প্রকল্পে পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাবেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল