ধানের ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত ও দমনে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে আলোক ফাঁদ কার্যক্রম।
পরিবেশবান্ধব ও স্বল্পব্যয়ী এ প্রযুক্তির মাধ্যমে কৃষকরা সহজে পোকা চিহ্নিত করে দমন করতে পারছেন। এতে উৎপাদন ব্যয় কমছে এবং ভালো ফলনের সম্ভাবনা বাড়ছে।
স্থানীয় কৃষকরা জানান, আলোক ফাঁদ ব্যবহার করে কীটনাশকের প্রয়োগ কমানো সম্ভব হচ্ছে। ফলে বিষমুক্ত ধান উৎপাদন ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।
খানসামা উপজেলার গোবিন্দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার এ কার্যক্রম উদ্বোধন করেন। ঘোড়াঘাট ও চিরিরবন্দর উপজেলাতেও একইদিনে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, নিয়মিতভাবে মাঠ পর্যায়ে এ উদ্যোগ অব্যাহত থাকবে। কৃষকদের সচেতনতা বাড়লে কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে এবং টেকসই কৃষি নিশ্চিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ