নারায়ণগঞ্জের ৮ লাখ দশ হাজার শিশুকে টায়ফয়েড টিকা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। আগামী ১২ অক্টোবর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৮ লাখ ১০ হাজার শিশুকে এই টায়ফয়েড টিকা দেয়া হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন' বিষয়ক পরামর্শমূলক কর্মশালা এ তথ্য জানিয়েছেন তিনি।
জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ লাখ ১৬ হাজার এবং বাকি উপজেলাগুলোর ৫ লাখ ৯৩ হাজার শিশু এ টিকা পাবে। এ জন্য জেলার ২ হাজার ১৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী ও ১ হাজার ৫৬টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করে টিকা দেয়া হবে।
ডা. মুশিউর রহমান বলেন, প্রতিবছর টাইফয়েডে মৃত্যুর ৬৮ শতাংশই শিশু। তাই দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ বছর ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেয়া হবে, পরের বছর থেকে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমে টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, বাজারে বিক্রিত টাইফয়েড টিকা নেয়ার পরেও তিন মাস পরপর বুস্টার টিকা দেয়া লাগে। তবে এই টিকা নেয়ার পর কোনো বুস্টারের প্রয়োজন হবে না। এক ডোজ শরীরে দীর্ঘ মেয়াদী ইমিউনিটি তৈরি করবে। টিকা নেয়ার পর টাইফয়েড হলেও রোগীর তেমন কোনো ক্ষতি হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ফাহিমা জাহান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপপরিচালক মো. শহীদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম