চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাঁচ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গয়নাসহ মুনতান আলি (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মুনতান ওই গ্রামের বজলুর রশিদের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুলতানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ির উঠনে থাকা একটি মোটর সাইকেলে তল্লাশী করা হয়। এতে মোটর সাইকেলের তেলে ট্যাংকির মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপ মোড়ানো রুপার গহনা উদ্ধার হয়। উদ্ধার রুপার গহনার ওজন পাঁচ কেজি ২০০ গ্রাম।
বিডি প্রতিদিন/এএম