বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আবারও অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবারও একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
অবস্থান ধর্মঘট চলাকালে নির্বাচন অফিসগুলোয় কর্মকর্তারা প্রবেশ করতে না পারায় অর্ধদিবস কার্যক্রম বন্ধ থাকে। সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম জানান, দাবি আদায় না হলে দুর্গাপূজার পর লাগাতার হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি জেলার চার আসন থেকে একটি কমিয়ে তিনটি করার গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ