ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যায়িত করেছে দলটি।
বুধবার কিএনপির সহদফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে জানানো হয়, ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে প্রকাশিত ওই তথাকথিত সাক্ষাৎকার সম্পূর্ণ বানোয়াট। বিএনপি মহাসচিব সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।
বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এতে জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা এ ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত হবেন না।
বিডি প্রতিদিন/জুনাইদ