সাব কন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনক-এর কার্যনির্বাহী কমিটি স্থানীয় বহুসাংস্কৃতিক কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই সভায় ক্যাম্পবেলটাউনে নির্মীয়মাণ আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভের অগ্রগতি এবং আসন্ন বইমেলা নিয়ে আলোচনা হয়।
সভায় সংগঠনের সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, সহ-সভাপতি হারিশ গোয়েল ও সহ-সভাপতি তুঙ্গা নাথ খারেল স্মৃতিস্তম্ভ নিয়ে মতামত দেন। উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান এশ।
কাউন্সিল প্রতিনিধিদের কাছে স্মৃতিস্তম্ভ নির্মাণের অগ্রগতি সম্পর্কে জানতে চান আয়োজকরা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কাউন্সিলররা। এছাড়া ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি আয়োজিতব্য বইমেলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আয়োজকদের মতে, বইমেলা বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি সম্মান বাড়াতে ভূমিকা রাখবে।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ শুধু দক্ষিণ এশীয় নয়, বরং ক্যাম্পবেলটাউনের সব সংস্কৃতির জন্য ঐক্যের প্রতীক হয়ে উঠবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ