খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকালে প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ করে বান্দরবান আদিবাসী শিক্ষার্থীবৃন্দ। এর আগে শিক্ষার্থীরা রাজার মাঠ থেকে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে দিন দিন ধর্ষণের সংখ্যা বাড়ছে। মাস যেতে না যেতেই আমাদের মা বোনরা ধর্ষণের শিকার হচ্ছে। বান্দরবানের আদিবাসী শিক্ষার্থীরাও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় অতি দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা।
বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল জেলা সভাপতি থোয়াই অং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের উক্যচিং মারমা, সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বিটনময় তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কলেজ শাখার শিক্ষার্থী উমংসিং মারমা এবং মানবাধিকারকর্মী জন ত্রিপুরাসহ বিভিন্ন শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন