গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে হাফিজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর ইউনিয়নের খন্দকারকান্দি ঈদগাহ ময়দানের পাশের পুকুরে, মায়ের সাথে গোসল করতে যায় হাফিজ। এসময় পুকুরের সিড়ি থেকে পা পিছলে পানিতে তলিয়ে যায়। পরে তার মা লাইজু বেগম দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুকুরের পানি থেকে হাফিজ মাতুব্বর কে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাফিজ মাতুব্বর খন্দকারকান্দি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম