কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থীরা হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা (স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি, সাবেক জেলা প্রশাসক আবদুর রহিম মোল্লা ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর (উত্তর) মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ইসলামী আন্দোলনের প্রার্থী ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার, ইসলামী ঐক্যজোটের প্রার্থী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আমিনী ও খেলাফত মজলিসের প্রার্থী জেলা শাখার বায়তুল মাল সম্পাদক অলীউর রহমান। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত হওয়ায় তিনি মনোনয়ন পাবেন কি না বিষয়টি অনিশ্চিত। দলের অন্য সম্ভাব্য প্রার্থীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েই কার্যক্রম চালাচ্ছেন। জানতে চাইলে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমি মনে করি না ড. মুহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে, হওয়া উচিত নয় এবং হবেও না। ড্যাব নেতা ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি বলেন, আমার বাবা এ আসনে বিএনপির এমপি ছিলেন। তিনি রাজনীতি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে। আর আমি রাজনীতি করছি তারুণ্যের অহংকার তারেক রহমানের সঙ্গে। তিনি তারুণ্যের নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছেন। আশা করছি আমাকে মনোনয়ন দেবেন। সাবেক ডিসি আবদুর রহিম মোল্লা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে সরকারি চাকরি হওয়ায় দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বিএনপির প্রতি আমার আনুগত্যের বিষয়টি জানতে পেরে ফ্যাসিস্ট সরকার আমাকে ৯ বছর ওএসডি করে রেখেছিল। ওএসডি অবস্থাতেই আমি অবসরে যাই। এরপর থেকেই এলাকায় দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছি। আমি আশাবাদী মনোনয়ন পাব। অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, তিনবার অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ছিলাম। তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিলে দল আমাকে মনোনয়ন দেবে। জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ বলেন, ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আশা করি মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। খেলাফত মজলিসের প্রার্থী অলীউর রহমান বলেন, কোরআনের আলোকে আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আশা করি মানুষ আমাকে ভোট দেবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০১:০৯, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
/
নগর জীবন
ভোটের হাওয়া
বিএনপির মনোনয়ন চান নবীন-প্রবীণ চার নেতা
সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর