জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায়টি আমরা প্রত্যাখান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে শহীদ পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করব। আমাদের ইচ্ছা আল-মামুনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মীর স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডে আমরা খুশি হয়েছি। তবে অবিলম্বে তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে। অন্যথায় এ রায় নিয়ে শহীদ পরিবারগুলোর অসন্তোষ থেকেই যাবে। তিনি বলেন, শুধু রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদের এ প্রসেসটি দেখাতে হবে কীভাবে সেই খুনি হাসিনা ও খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে। দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদের আনতে হবে।
মীর স্নিগ্ধ বলেন, খুনি হাসিনার যেসব দোসর ছিল, যারা এখন দেশে আছে বা দেশের বাইরে সবাইকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে। সরকার ও দেশের সবাইকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।