অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম। গতকাল অ্যাটকোর নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্তনেওয়া হয়। সংস্থাটির সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একুশে টেলিভিশনের সঙ্গে আবদুস সালামের দীর্ঘ সংগ্রাম জড়িত।
২০০২ সালে তৎকালীন সরকার চ্যানেলটি বন্ধ করে দেওয়ার পর প্রাক্তন চেয়ারম্যান এ এস মাহমুদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি চ্যানেলটির দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই সময় আদালতের রায়ে একুশে টেলিভিশন ফিরে পান।