জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ২১ পদে ২৬৭ জন ও একমাত্র ছাত্রীদের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদের ১৩ পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শহীদ সাজিদ ভবনের নিচে জকসুর অস্থায়ী নির্বাচন অফিস থেকে শেষ দিনে ২৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া প্রথম দিনে চারজন ও দ্বিতীয় দিনে ২৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে গতকাল দুপুরে ভাষা শহীদ রফিক ভবনের নিচে শাখা ছাত্রদলের আয়োজনে সংবাদ সম্মেলনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের সমন্বিত প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
প্যানেলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে আহ্বায়ক সদস্য তানজিল আহমেদের নাম ঘোষণা করেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য দাস শ্রেষ্ঠ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।
সাতটি নির্বাহী সদস্যের মধ্যে ছয়টি পদে তারা প্রার্থী ঘোষণা করেছেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম, তানিম, আরিফুল ইসলাম আরিফকে। বাকি একটি পরবর্তী জানানো হবে বলেন জানান তারা।
এদিকে বিকালে ৯টি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিয়ে বাম সমন্বিত শিক্ষার্থীদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল ঘোষণা দিয়েছে। এতে ভিপি পদে উদীচী শিল্পী গোষ্ঠীর জবি শাখার সভাপতি গৌরব ভৌমিক, জিএস পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব এবং এজিএস পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদকে আছেন খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক মশিউর রহমান ভূঁইয়া (জয়), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নু মং প্রু মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক আফিকা লেবিন মৌমি।
আন্তর্জাতিক সম্পাদক জোয়ান অব আর্ক সুকন্যা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সালমান সাদ, ক্রীড়া সম্পাদক মুগ্ধ আনন, পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদক আমরিন জাহান অপি, পাঠাগার ও সেমিনার সম্পাদক সায়্যিদা মুবাশ্বিরা স্থান পেয়েছেন।
এ ছাড়া প্যানেলে সদস্য হিসেবে আছেন সুমাইয়া আবেদীন রিতিকা, তাজওয়ার ইসলাম, সাগ্নিকা চক্রবর্তী, রৌদ মুক্তাদির, শাহরিয়ার আদিব, রিতিকা (রিদি জাফরাত), পল্লব কুমার।
এদিকে আজ আলাদা প্যানেল ঘোষণা করবেন বলে জানিয়েছেন শাখা ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতারা। আগামী ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।