কানাডার সাস্কাটুন সুরের মূর্ছনায় মাতালো বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজ। স্থানীয় সংগঠন “ইকোস অব বেঙ্গল”-এর উদ্যোগে প্রেইরিল্যান্ড পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে ভরে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।
প্রথমবারের মতো তরুণ উদ্যোক্তা প্রীতম, রিপন, জয়দীপ, সব্যসাচী ও সৌভিকের উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে হল প্রাঙ্গণ। মুহূ মুহূ হাততালির মাঝে মঞ্চে আসে ওয়ারফেজ।
ব্যান্ডটির ৪০ বছর পূর্তির শুভেচ্ছা জানিয়ে তারা অবাক ভালোবাসা, পূর্ণতা সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে। অনেকদিন পর এমন এক মনোজ্ঞ সন্ধ্যা উপভোগ করে সাস্কাটুনের প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত দর্শকরা ওয়ারফেজের পরিবেশনায় মুগ্ধ হয়ে ঘরে ফেরেন।
ইকোস অব বেঙ্গলের অন্যতম সদস্য রিপন তালুকদার জানান, আমরা সত্যিই অভিভূত। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলার সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে চাই। এত বড় আয়োজন সফল করতে স্পন্সর ও দর্শকসহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ