ভূমি অফিসে সেবা নিতে এসে যাতে মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করতে যেয়ে একঘেয়ে হয়ে ণা হয়ে যায়, সেই লক্ষ্যেই লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে চালু হলো লাইব্রেরি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ এবং সনাকে’র সাবেক সভাপতি জেডএম ফারুকীসহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। লাইব্রেরির মাধ্যমে ভূমি অফিসে আগত সেবাগ্রহীতারা শুধু সময় কাটাবেন না, বরং জ্ঞান অর্জনের সুযোগও পাবেন। বই পড়ার অভ্যাস মানুষকে সচেতন ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ