বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এবং জিনিয়া জাফরিন লুইপা মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (BBFM) অনুষ্ঠানে পারফর্ম করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
সঙ্গীত পরিবেশনার পাশাপাশি থাকবে নাচ, ফ্যাশন শো, ঐতিহ্যবাহী সংগীত ও আধুনিক পরিবেশনার সমন্বয়ে সাজানো বিশেষ সাংস্কৃতিক এক্সপো। শিল্পীদের সঙ্গে থাকবেন ছয় সদস্যের একটি সংগীত দল।
আয়োজক মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (MBFA) জানিয়েছে, সাংস্কৃতিক এ আয়োজন প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় মালয়েশিয়ান দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশি সংগীত, শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি পরিচিত করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল