টাঙ্গাইলে শরিফুল ইসলাম রাজা (৩৫) নামে এক আইনজীবী মঙ্গলবার নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় আশের পাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা শান্তাহার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল