বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আওরঙ্গজেব স্বপনকে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় জানালেন কলেজ কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টম্বর) বিকেলে তাকে হাতির পিঠে চড়িয়ে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। রাজকীয় এ বিদায় দেখতে আশপাশ এলাকা থেকে হাজার হাজার মানুষ কলেজ চত্বরে ভিড় জমান। এ সময় বিদায়ী অধ্যক্ষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট নূর -এ- আজম বাবু। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ ও কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ ও মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু বলেন, ‘দীর্ঘ ৩১ বছরের কর্মজীবন শেষে আজ তিনি অবসর গ্রহণ করলেন। একটি ছোট্ট টিনের ঘর থেকে শুরু করে এই কলেজকে আজকের অবস্থানে পৌঁছাতে যারা তিলে তিলে পরিশ্রম করেছেন, তাদের অবদান আমরা ভুলে যেতে পারি না। পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, বিনা বেতনে, কখনো খেয়ে না খেয়ে যারা বছরের পর বছর শ্রম দিয়ে এই কলেজকে দাঁড় করিয়েছেন- অধ্যক্ষ মো. আওরঙ্গজেব স্বপন তাদেরই একজন। তার প্রাপ্য সম্মানটুকু আমরা কখনোই পুরোপুরি দিতে পারিনি। তাই আজ তাকে যথাযথভাবে সম্মান জানাতে হাতির পিঠে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’
ছাইহাটা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু বলেন, আওরঙ্গজেব স্বপন শুধু একজন অধ্যক্ষ ছিলেন না, তিনি ছিলেন এলাকার আলোকবর্তিকা। দীর্ঘ কর্মজীবনে তিনি শত শত ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তৈরি করেছেন সুদক্ষ নাগরিক।
বিদায়ী অধ্যক্ষ মো. আওরঙ্গজেব স্বপন জানান, কর্মজীবনে ভাবিনি এত সম্মান পাবো। এই এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এ আয়োজন আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত অনুপ্রাণিত করবে। পুরো অনুষ্ঠান আবেগঘন পরিবেশ বিরাজ করলেও শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ-গর্বের ছাপ। একজন শিক্ষককে ভালোবেসে, সম্মান জানিয়ে মানুষ কিভাবে বিদায় জানাতে পারে ছাইহাটা ডিগ্রি কলেজ সেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।
বিডি প্রতিদিন/জামশেদ