যশোরে এক পরিবারের তিনজনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল রূপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় ওই পরিবারের তিন সদস্যকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন—মফিজুর রহমান, তার স্ত্রী শামীমা ও ছেলে মারুফ বিল্লাহ।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে তারা সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতের দিকে দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে তিনজনকে অজ্ঞান করে এবং ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশিরা বাড়ির গেট খোলা দেখে ভেতরে গিয়ে তিনজনকে অচেতন অবস্থায় পেয়ে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ