এশিয়া কাপে সুপার ফোর পর্বে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান, এই ম্যাচ কার্যত অঘোষিত সেমিফাইনাল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটার ও বর্তমান জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দীনেশ কার্তিক।
ক্রিকবাজে এক বিশ্লেষণে কার্তিক বলেন,“বাংলাদেশ এখন দারুণ ছন্দে আছে। দলটি আত্মবিশ্বাসী এবং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। অন্যদিকে, পাকিস্তান অনেক সময় বড় ম্যাচে চাপে ভেঙে পড়ে। তাই আমার দৃষ্টিতে এই ম্যাচে বাংলাদেশ কিছুটা এগিয়ে।”
এর আগেও কার্তিক এশিয়া কাপের শুরুতেই বলেছিলেন, বাংলাদেশ ফাইনালে উঠতে পারে, যা অনেকের জন্য তখন চমকপ্রদ মনে হলেও এখন বাস্তবতার কাছাকাছি।
পাকিস্তানের দুর্বলতা নিয়ে সাবধানী মন্তব্য করে কার্তিক বলেন, “পাকিস্তান দলের অভিজ্ঞতা আছে ঠিকই, তবে চাপের মধ্যে নিজেদের সেরাটা দিতে না পারার প্রবণতা রয়েছে। বিশেষ করে যখন ম্যাচের মোড় ঘোরানোর প্রয়োজন হয়। সেই জায়গাতেই বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা এখন ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ছে।”
তিনি আরও যোগ করেন,“পাকিস্তান শক্তিশালী দল, কিন্তু বাংলাদেশ যদি ম্যাচের শুরু থেকেই পরিকল্পনা মেনে নিয়ন্ত্রিত ক্রিকেট খেলতে পারে, তাহলে ফলাফল নিজেদের পক্ষেই নিয়ে আসা সম্ভব।”
দুই দলই ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে কার্তিকের বিশ্লেষণ বলছে এই মুহূর্তে মনস্তাত্ত্বিক ও মাঠের পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে।
বিডি প্রতিদিন/মুসা