এশিয়া কাপে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত-পাকিস্তান সুপার ফোর ম্যাচের রেশ কাটতে না কাটতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা। ম্যাচ-পরবর্তী কিছু উদযাপন ও মন্তব্য ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন পরস্পরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের পথে।
সূত্র জানায়, হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের কিছু ‘উদযাপন ভঙ্গিমা’ নিয়ে বিসিসিআই ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর ফারহান ব্যাট দিয়ে ‘শুটিং’-এর ভঙ্গি করেন এবং রউফ মাঠে ‘প্লেন ক্র্যাশ’ ও ‘৬-০’ ইঙ্গিত দেন যা শিষ্টাচার বহির্ভূত ও উস্কানিমূলক।
এই উদযাপনগুলো সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি শুধুই খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অপ্রত্যক্ষ রাজনৈতিক বার্তা বহন করছিল।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ম্যাচ-পরবর্তী বক্তব্যকে ‘রাজনৈতিক রঙযুক্ত’ উল্লেখ করে তার বিরুদ্ধেও আইসিসিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে তারা।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেছিলেন, “আমি এই জয় আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা সাহসিকতার পরিচয় দিয়েছে। আশা করি তারা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
তার এই মন্তব্য সরাসরি পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সম্মান জানানো হলেও পিসিবির দাবি, আন্তর্জাতিক খেলায় এমন মন্তব্য রাজনৈতিক আবহ তৈরি করে, যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে।
ম্যাচ চলাকালীন মাঠেও উত্তেজনা ছিল স্পষ্ট। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের সঙ্গে পাকিস্তানি পেসারদের কথাকাটাকাটি হয় একাধিকবার। তবে শেষ হাসি হেসেছে ভারত, তারা ৬ উইকেটে সহজ জয় তুলে নেয়।
বিডি প্রতিদিন/মুসা