ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। গণমানুষের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারাই পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলছে।
বুধবার ঢাকা দক্ষিণের ৪৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হওয়া আবশ্যক। এখনও পরাজিত শক্তির ষড়যন্ত্র, নীলনকশা ও মাস্টার প্ল্যান থেমে নেই। ফেব্রুয়ারিতে সঠিক সময়ে নির্বাচন না হলে, দেশ মহাসংকটে পড়বে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।
তিনি আরও বলেন, যতই ষড়যন্ত্র হোক, জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে সরে দাঁড়াবে না বিএনপি। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে আজ আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের একযোগে কাজ করে যেতে হবে।
বিডি-প্রতিদিন/শআ