বিয়ের প্রশ্নে এখনও অনড় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জনপ্রিয়তা, সৌন্দর্য ও ক্যারিয়ারে সফলতা সত্ত্বেও কেন তিনি এখনও অবিবাহিত; সে প্রশ্ন বহুদিন ধরেই ঘুরছে তার ভক্ত ও অনুরাগীদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেই জানালেন, কেন এখনো বিয়ে করেননি।
‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করে রাতারাতি জনপ্রিয়তা পান আমিশা। তবে ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই থেকেছেন সাবধানী। একসময় তাঁকে অভিনয় ছেড়ে গৃহিণী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই সময়ই তিনি সিদ্ধান্ত নেন এমন কোনো সম্পর্কে তিনি যাবেন না, যা তাঁর ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াতে পারে। সাফ জানিয়ে দিলেন,‘তখনই ঠিক করেছিলাম, আমি বিয়েই করব না।’
অভিনেত্রীর দাবি, এখনও পর্যন্ত বহু বয়সে ছোট পুরুষ তাঁর প্রতি আকৃষ্ট হয়েছেন। পেয়েছেন একের পর এক প্রেম প্রস্তাব। সাক্ষাৎকারে মজার ছলেই বলেন, ‘আমায় তো এখনো হাঁটুর বয়সি ছেলেরাও প্রেম প্রস্তাব দেয়। অর্ধেক বয়সি ছেলেরাও ডেট করতে চেয়েছে। কেউ কেউ তো ধনী পরিবারেরও।’
তবে বয়সই যে সম্পর্কের পরিপক্বতা নির্ধারণ করে না, তা-ও বুঝিয়ে দিয়েছেন আমিশা। ‘আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গেও ডেট করেছি, কিন্তু তাদের বুদ্ধি ছিল মাছির মতো।’
তাই জীবনে সঠিক মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত বিয়ের প্রশ্নই ওঠে না বলেই মত তাঁর। সেইসঙ্গে যোগ করেন, ‘যতক্ষণ না আমি যোগ্য কাউকে খুঁজে পাই, ততক্ষণ আমি বিয়ে করব না। তবে অনেকে আমায় বলেছে, ইচ্ছে থাকলেই উপায় হয়।’
বিডি প্রতিদিন/মুসা