রাজধানীর হাতিরঝিলে আবাসিক মাদ্রাসার টয়লেট থেকে তুষার তানভীর (১২) তৃত্বীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ আহামেদ বলেন, বুধবার সকাল সোয়া ৮ টার দিকে পশ্চিম চৌধুরীপাড়ার ‘শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসা’র ষষ্ঠ তলার দক্ষিণ পাশের টয়লেটের গ্রিলের সাথে প্লাস্টিকের রশি দ্বারা গলায় ফাঁস লাগানো তুষারের মরদেহ উদ্ধার করা হয়। সে চাঁদপুর মতলব গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবারের সদস্যরা থাকেন শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায়। তুষার ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো।
পুলিশের ওই কর্মকর্তা জানান, তার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ