টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম (সার্বিক) ও খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের আহমদ।
বক্তারা টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ঠিকাদান ক্যাম্পেইন শুরু হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেক নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। খাগড়াছড়িতে ১ লাখ ৬৭ হাজার ৩৬৭ জন টাইফয়েড জ্বরের টিকা পেতে চলেছে।
অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (মাঠ প্রচার) মাসরিয়াত জাহান বর্ষা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল। এ ছাড়া জেলার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই