ময়মনসিংহের ভালুকায় র্যাব-১৪ এর অভিযানে ৩০ কেজি গাঁজা, একটি নোহা গাড়ি ও পাঁচটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-১৪ এর নায়েব সুবেদার শ্যামল কুমারের নেতৃত্বে একটি টিম ভালুকা ডিগ্রী কলেজ রোডে এসএম জালাল উদ্দিনের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাপ্তের আলগী বাঘনামারী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন (৪৫)।
র্যাব জানায়, উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় ঘটনাস্থল থেকে একটি নোহা গাড়ি ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত