বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় জহুরা বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেওয়া উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।
জানা গেছে, জহুরা বেওয়া ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকাল ৭টার দিকে তিনি আড়িয়া বাজার স্ট্যান্ডে দোকান দোকানে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে মহাসড়কের ওপর দাঁড়াতেই পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস বৃদ্ধা জহুরা বেওয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ