আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে স্কাউট লিডার, সদস্য এবং গার্লস গাইডদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা তথ্য অফিসার এইচএম শাহজাহান মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার এবং বাংলাদেশ স্কাউটস-এর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন।
কর্মশালায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি বাস্তবায়নে স্কাউট ও গার্লস গাইডদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় জেলা স্কাউট লিডার, বিভিন্ন ইউনিটের স্কাউট সদস্য ও গার্লস গাইডরা কর্মশালায় অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ