জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। হ্যাকাররা ওই অ্যাকাউন্ট থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছেন।
বুধবার দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।
এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।’
তিনি বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের অ্যাকাউন্ট থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।’
এ বিষয়ে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেছেন চেয়ারম্যান আবদুর রহমান খান। এতে তিনি বলেছেন, ‘আমার ফোন নম্বর হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন।’
বিডি প্রতিদিন/আরাফাত