মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেক্সিকোর জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ডেবোরা এসত্রেলা। ৪৩ বছর বয়সী এই সাংবাদিক বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন, তখনই ঘটে দুর্ঘটনাটি। বিমানে থাকা আরেকজন তার প্রশিক্ষক ব্রায়ান লেওনার্দো বাল্লেসতেরোসও ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সময় গত শনিবার (২০ সেপ্টেম্বর) মেক্সিকোর নুয়েভো লিয়নের গার্সিয়া পৌর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানায়, দুর্ঘটনাটি ঘটে পেসকেরিয়া নদীর কাছে, পারকে ইন্ডাস্ট্রিয়াল সিউদাদ মিত্রাস এলাকায়।
এক প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, বিমানটি দ্রুত গতিতে উড়ে যাওয়ার পর হঠাৎ করে মাটিতে আছড়ে পড়ে।
গার্সিয়ার মেয়র ম্যানুয়েল কাভাসোস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে যান্ত্রিক কোনো ত্রুটির তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই ডেবোরার প্রাক্তন স্বামী এবং সাংবাদিক হোসে লুইস গার্সিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, "একটি বিমান ভেঙে পড়েছে।"
তবে তখনো তিনি জানতেন না, নিহতদের একজন তার সাবেক স্ত্রী ডেবোরা এসত্রেলা।
দুর্ঘটনার ঠিক আগে এসত্রেলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। সেটি ছিল অ্যাপোডাকার নর্তে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কি মনে করো?"
এই পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা তার ভক্ত-অনুরাগীদের আবেগে ভাসিয়ে দিচ্ছে।
ডেবোরা এসত্রেলা ২০১৮ সাল থেকে মাল্টিমিডিওস টেলিভিশনে কাজ করছিলেন। তিনি মূলত ‘টেলেদিয়ারিও মাতুতিনো’ নামের সকালের একটি সংবাদভিত্তিক অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান মন্টেরেতে।
বিডি প্রতিদিন/মুসা