বলিউড মেগাস্টার সালমান খান লাদাখ অঞ্চলে তাঁর নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ শুটিংয়ের সময় আহত হয়েছেন। গালওয়ান যুদ্ধের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই সিনেমার শুটিং চলাকালে শারীরিক চোট পেলেও প্রথম শিডিউলের কাজ শেষ করেছেন সালমান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের দ্বিতীয় শিডিউল খুব শিগগিরই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সালমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক, অভিনেতাকে কিছুদিন বেড রেস্ট করতে হবে।
সালমান ও সিনেমার পুরো শুটিং টিম লাদাখে প্রায় ১০ ডিগ্রি তাপমাত্রার শীতল পরিবেশে কাজ করছিলেন। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন সালমান শরীরে চোট পান। কম অক্সিজেন এবং কঠোর আবহাওয়ার মধ্যেও তিনি শুটিং বন্ধ করেননি। মোট ৪৫ দিনের শুটিং পরিকল্পনার মধ্যে ১৫ দিন লাদাখেই কাজ করেছেন তিনি।
‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমাটি ২০২০ সালে ভারতের লাদাখ সীমান্তে ভারতের ও চীনের মধ্যে সংঘটিত গালওয়ান সংঘর্ষের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সালমান এই সিনেমার মাধ্যমে বলিউডে একটি বড় ছাপ ফেলতে চান। তবে শুটিংয়ের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তার পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/মুসা