অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে গতকাল আধা বেলা সড়ক অবরোধ এবং বান্দরবানে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা আধা বেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। খাগড়াছড়ির পানছড়ি সড়কে ও সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধকারীরা। এ সময় পৌর শহরে ছোট ছোট যানবাহন চলাচল করেছে। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে। ফলে এখানকার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। অবরোধ চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বান্দরবান : অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রেস ক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে বান্দরবান আদিবাসী শিক্ষার্থীবৃন্দ। গত মঙ্গলবার এক স্কুলছাত্রীকে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে ধর্ষণ করে।