ফরিদপুরে নদের পানিতে ডুবে যাওয়া দুই নাতিকে বাঁচাতে গিয়ে দাদিসহ মারা গেছে এক শিশুর। অপর এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাষানচর চৌধুরী বাজার সংলগ্ন কুমার নদে এ ঘটনাটি ঘটে। সোয়াদ ও তৌসিফ ভাষানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে দিরাজউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৭০) এর সাথে তার দুই নাতি শাহাবুদ্দিন মৃধা ও তোতা মৃধার ছেলে সোয়াদ (৬) ও তৌসিফ (৭) কুমার নদে গোসল করতে যায়। হঠাৎ করে তৌসিফ ও সোয়াদ নদের পানিতে ডুবে যায়। এসময় তাদের দাদি মালেকা বেগম নাতিদের বাঁচাতে গিয়ে তিনিও নিখোঁজ হন। বিকেল পাঁচটার দিকে কুমার নদে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সাভিসের সদস্যরা সন্ধ্যা ছয়টার দিকে দাদি মালেকা বেগম ও নাতি তৌসিফের মরদেহ উদ্ধার করে। অপর শিশু সোয়াদ এখনো নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষন কুমার নদে তল্লাসী চালিয়েও নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করতে পারেনি।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন চৌধুরী বলেন, দাদি ও এক নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর এক শিশুর মরদেহ নদে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ নিসার আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর মরদেহ উদ্ধার করা যায়নি। শুক্রবার সকালে ফের অভিযান চালানো হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম