যশোর শহরের রেলরোড এলাকায় একটি রেস্তোরায় এয়ার কন্ডিশনার (এসি) মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (২০) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত আরিফ হোসেন যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আরিফের সহকারী জাফর হোসেন জানান, আরিফ হোসেন দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করে আসছিলেন।
বৃহস্পতিবার বিকেলে চারটার দিকে জনি কাবাব রেস্তোরার একটি এসি মেরামত করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় রেস্তোরায় থাকা লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আরিফের মৃত্যু হয়। তীব্র বিদ্যুৎ শকে আরিফের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
বিডি প্রতিদিন/এএম